ফেসবুক এর প্রতিষ্ঠাতা-
মার্ক জাকারবার্গ,
এডুয়ার্ডো স্যাভেরিন,
এন্ড্রু ম্যাককলাম,
ডাস্টিন মস্কোভিটজ,
ক্রিস হিউজেস ।
প্রধান ব্যক্তি,মার্ক জাকারবার্গ (চেয়ারম্যান এবং সিএও)
ফেসবুক ৪ ফেব্রুয়ারী ২০০৪সালে চালু হয়।
মার্ক জাকারবার্গ, হার্ভাড
বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালীন তার
কক্ষনিবাসী ও কম্পিউটার বিজ্ঞান
বিষয়ের ছাত্র এডওয়ার্ডো সেভারিন, ডাস্টিন মস্কোভিত্স এবং ক্রিস হিউজেসের যৌথ প্রচেষ্টায় ফেসবুক নির্মাণ করেন। ওয়েবসাইটটির সদস্য প্রাথমিকভাবে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের
মধ্যেই সীমাবদ্ধ ছিল, কিন্তু পরে
সেটা বোস্টন শহরের অন্যান্য কলেজ, আইভি লীগ এবং স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় পর্যন্ত সম্প্রসারিত হয়। আরো পরে এটা সমস্ত বিশ্ববিদ্যালয়, কলেজ, হাই স্কুল এবং ১৩ বছর বা ততোধিক বয়স্কদের জন্য উন্মুক্ত করা হয়। সারাবিশ্বে বর্তমানে এই ওয়েবসাইটটি ব্যবহার
করছেন ৩০০ মিলিয়ন কার্যকরী
সদস্য।