আমি ব্যবসায় বিভাগের একজন ছাত্র হিসেবে সঠিক টাই বলার চেষ্টা করছি। বৈদেশিক মুদ্রা আপনি আবার পাবেন কিভাবে ? বৈদেশিক মুদ্রার লেনদেন হয় একমাত্র বাংলাদেশের Central Bank , Bangladesh Bank এর সাথে । এই ক্ষমতা দেশের কোন Commercial Bank এর উপরেও দেয়া হয় নি।যেকোনো দেশের বৈদেশিক মুদ্রাই হোক আপনি বৈধ কোন উপায়ে তা পাওয়ার অধিকার রাখেন না।তাই বৈদেশিক মুদ্রা আপনি সংগ্রহ করতে পারবেন না।এই মুদ্রা বাংলাদেশ আমদানি রপ্তানির কাজে ব্যবহার করে থাকে আর যদি কোন অবৈধ উপায়ে পেয়েও যান তাহলে আপনি কিসের কাজে তা ব্যবহার করবেন ।যেহেতু আপনার এটি ব্যবহারের কোন ক্ষমতাই নেই তাই এটি পাওয়ার বৈধ কোন উপায় এই বাংলার মাটিতে নেই।তবে বিদেশে কর্মরত অধিবাসি দেরকে অনেক সময় লুকিয়ে বিদেশ থেকে বৈদশিক মুদ্রা আনতে দেখা যায়।সেটাও ইসলামের দৃষ্টিতে ঠিক নয়।তাই এরখম উল্টা পাল্টা আশা ছেড়ে দেন।