নগদ টাকা ব্যবসায়ের তরল সম্পদ এবং চালিকা শক্তি কিন্তু ব্যবসায় প্রতিষ্ঠানকে প্রতিনিয়ত অনেক পণ্য বাকিতে বিক্রি করতে হয়।নগদে পণ্য বিক্রি করতে না পারলে আর্থিক ঘাতটি দেখা দিতে পারে। তাই প্রায় সকল ব্যবসায় প্রতিষ্ঠান বাকিতে পণ্য বিক্রয়ের টাকা দ্রুত আদায়ের জন্য একটা নির্দিষ্ট সময় উল্লেখ করে দেয় আর যদি এই সময়ের মধ্যেই দেনাদার টাকা ফেরত দিয়ে দেয় তাহলে তাকে কিছু টাকা শতকরা হারে চাড় দেয়া হয় যাকে বলে নগদ বাট্রা।