যে মাটিতে পানি ঢাললে সাথে সাথে শোষন করে নেয়, তাহাই বেলে মাটি। আমরা সাধারনত এই জাতীয় মাটিকে আমরা ভিটি বালু বলি। নদীর চরে যে বালু থাকে সেটাই বেলে মাটি। বেলে মাটিতে হিউমাস থাকেনা। বেলে মাটি শুকালে কোন চাকা বাধেনা। ময়লা, আবর্জনা, গাছ-পালা ও জীব জন্তু পচে যে সার তৈরী হয়, তাকেই হিউমাস বলে। বালু ৫০% আর হিউমাস ৫০% মিশ্রিত করলেই দো'আশ মাটি তৈরী হয়। স্বাভাবিক ভাবে আমাদের দেশে জমিজমায় যে মাটি দেখা যায় তাই দো'আশ মাটি। এই মাটিতে পানি ঢাললে ধীরে ধীরে শুষে নেয়।দো'আশ মাটি শুকালে চাকা বাধে তবে সামান্য আঘাতেই ভেঙ্গে চুরচুর হয়ে যায়। আর এটেঁল মাটি শুকালে খুব শক্ত চাকা বাধে, জোরে আঘাত করলেও ভাঙ্গেনা। এটেঁল মাটিতে পানি ঢাললে সহজে শোষন করেনা। এ মাটি সাধারনত ইট বানানোর কাজে ব্যবহার হয়। সাভার শ্রীপুর মিরপুর এলাকায় এটেঁল মাটি দেখা যায়।