ভারতীয় মুদ্রার নাম রুপি এটা আপনি ঠিকই বলেছেন l সমগ্র ভারতে এই রুপিই প্রচলিত l তবে পশ্চিমবঙ্গের মানুষ এই রুপিকে রুপি না বলে টাকা বলে,তাদের কোনো আলাদা মুদ্রা হিসাবে টাকা ব্যবহার করে না l এটা অনেকটা প্রচলিত একটি অভ্যাস মাত্র,যেহেতু পশ্চিমবঙ্গের সাথে আমাদের দেশের ভাষাগত একটা মিল রয়েছে তার ফলেই এটা হয়ে আসছে,তবে এটি শুধুই মৌখিক,দাপ্তরিক বা কাগুজে লেনদেনে তারা রুপিই লিখে থাকে l