Thermocouple হলো একটি metalic দন্ড, যার সাহায্যে কোন স্থানের তাপমাত্রা পরিমাপ করা যায় ।থার্মোকাপল(Thermocouple )একটি এনালগ সেন্সর ।ইহা তাপমাত্রা পরিমাপ করার কাজে ব্যবহার হয় ।★থার্মোকাপল(Thermocouple ) যেভাবে কাজ করে ?
Thermocouple’s এ thermo or tharmal মানে তাপমাত্রা আর couple মানে যুগল। এই Thermocouple এ দুটি আলাদা metal কে একজায়গায় আটকিয়ে যুগল বা couple করা হয়। থার্মোকাপল(Thermocouple ) এ প্রথম অবস্থায় ০ মিলিভোল্ট বা শর্ট হবে । তাপমাএা দেওয়ার পর ধীরে ধীরে মান বাড়তে থাকবে ।থার্মোকাপল(Thermocouple)এ দুটি টার্মিনাল থাকে একটি পজেটিভ এবং অপরটি নেগেটিভ। এটি মিটারের ভোল্টেজ মোডে মাপতে হয়।