থার্মিস্টর এর ব্যবহারঃ
১.তাপমাত্রা পরিমাপ করার জন্য ব্যবহার করা হয়।
২.ইলেক্ট্রিক্যাল সার্কিটের উপাদান হিসেবে ব্যবহার হয়।
৩.বর্তনীর সুরক্ষায় ব্যবহার হয়।
৪.ভোল্টেজ রেগুলেশন এ ব্যবহার হয়।
৫.অটোমোটিভ এপ্লিকেশন এ ব্যবহার করা হয়।
থার্মিস্টর এর সুবিধাঃ
১. এর দাম কম, দীর্ঘস্থায়ী, সহজে নস্ট হয় না।
২. এটি যেকোনো ভোল্টেজে কাজ করে।
৩. এতে এমপ্লিফায়ারের প্রয়োজন হয় না।
৪. এটি যেকোনো মাইক্রোকন্ট্রোলারের সাথে ব্যবহার করা যায়।
৫. থার্মিস্টরে অতি উচ্চ তাপমাত্রার প্রয়োজন নেই।