যে কলাকৌশল ও নিয়ম নীতির সাহায্যে কারবারি লেনদেনসমূহ হিসাবের খাতা বা বহিতে সুনির্দিষ্ট নিয়ম ও শৃঙ্খলার সাথে লিপিবদ্ধ করা হয় এবং যার সাহায্যে নির্দিষ্ট সময়ের পরে লেনদেনের প্রকৃতি ও ফলাফল এবং ব্যবসায়ের সঠিক আর্থিক অবস্থা সহজ ও সঠিকভাবে নিরূপন করা যায় তাকে হিসাবরক্ষন বলা হয়।আশা করি বুঝতে পেরেছেন।ধন্যবাদ।