আলফা কণা ধনাত্মক আধান যুক্ত। এ কণা চৌম্বক ও তড়িতক্ষেত্র দ্বারা বিচ্যুত হয়। এর ভর বেশি হওয়ায় এর ভেদন ক্ষমতা কম। এ কণার ভর হাইড্রোজেন পরমাণুর চার গুন। এ কণা তীব্র আয়নায়ন সৃষ্টি করতে পারে। এ কণা প্রচন্ড বেগে নির্গত হয়। এ কণা ফটোগ্রাফিক প্লেটে প্রতিক্রিয়া সষ্টি করে। এটি একটি হিলিয়াম নিউক্লিয়াস।