গোসল হচ্ছে নিজেকে নাপাকী থেকে পরিস্কার করার অন্যতম মাধ্যম। তাই সঠিক ভাবে গোসলের পূর্বে নিয়্যাত ও ফরজ গুলো পালন করা একান্ত জরুরী। গোসলের নিয়্যাত বা দোয়াঃ “নাওয়াইতুল গোসলা লি রাফইল জানাবাতি” এই দোয়া ছাড়া গোসলের সময় তিনটি ফরজ অবশ্যই পালনীয় তাহলঃ ১ গড়গড়ার সহিত কুলি করা । ২. নাকের নরম স্থান পর্যন্ত পানি দেয়া ও ৩. সারা শরীর উত্তম রূপে ধৌত করা।আশা করি বুঝতে পেরেছেন।