আমাদের দেশে একটি ছেলেকে তার মা বাবা ২৬ ,২৭ বছরের আগে বিয়ে দেয় না।তার উপর আমাদের দেশ হলো একটি মুসলিম দেশ এখানে ছেলে মেয়ের অবাধ মেলামেশার সুযোগ নেয়।কিন্তু অন্যান্য বেশিরভাগ দেশগুলোতে অবাধ মেলামেশার সুযোগ রয়েছে।আমাদের দেশে একটি ছেলের বয়সন্ধিকাল শুরু হয় ১৩-১৪ বছর বয়স থেকেই।তখন থেকেই একটি ছেলে তার যৌন আখাঙ্কা মেটানোর জন্য পাগল হয়ে যায়।তারা হস্থমৈথুন,পর্ন মুভি দেখা সহ নানা আসক্তিতে অভ্যস্ত হয়ে পড়ে।এতে স্বাস্থ্য হানি হয়,এছাড়া মানসিক নানা সমস্যা দেখা দেয়।এছাড়া ধর্ষনের মতো নানারকম ঘটনা তো আছেই।এখন আপনারা কি মনে করেন? এটা থেকে যুব সমাজকে রক্ষা করার জন্য কি করা যায়? তাড়াতাড়ি বিয়ে করা কি এটার সমাধান হতে পারে? নাকি অন্য আরো উপায় আছে?