স্লো ওভার রেটিং হচ্ছে নিদিষ্ট সময়ে নির্ধারিত ওভারের চেয়ে কম ওভার বল করা।
এক্ষেত্রে আন্তর্জাতিক নিয়ম হচ্ছে:
প্রতিটি ম্যাচ শেষে আম্পায়াররা ওভাররেট গণণা করবে। নিয়ম হল:একটি ফিল্ডিং দলের "ন্যূনতম ওভার রেট" মেনে চলতে হবে।
স্লো ওভাররেট এ দুই ধরনের অপরাধ বিবেচ্য হয়:
১. মিনিমাম ওভার রেট অফেন্স বা ক্ষুদ্র অপরাধ
২. বড় অপরাধ বা গুরুতর ওভার রেট অফেন্স
ওডিআইতে ওভাররেট যদি দুই ওভার পর্যন্ত সংক্ষিপ্ত হয় তবে এটি একটি "ক্ষুদ্র ওভার রেট অফেন্স" হিসেবে গণ্য হবে। এটি "গুরুতর " হয় যদি একটি দল ওয়ানডেতে নির্ধারিত সময়ের পরে ২ ওভারের বেশি বল করে।
আইসিসি'র নিয়ম অনুযায়ী, মিনিমাম ওভাররেটের কারণে একজন অধিনায়ককে প্রতি ম্যাচের জন্য ২০% জরিমানা করা হবে। প্রতি খেলোয়াড়ের ১০% জরিমানা করা হবে। অধিনায়ক যদি "গুরুতর ওভার রেট অফেন্স"এ দোষী হয়, তবে তাকে এক ম্যাচ অথবা দুই ম্যাচ নিষিদ্ধ করা হবে।