চলন্ত বাসে যখন আমরা থাকি তখন আমাদের মধ্যে গতি জড়তার সৃষ্টি হয় । ফলে বাস থেকে নামলে আমরা তাৎক্ষণিক দাঁড়াতে পারব না । আমাদেরকে বাসের গতির দিকের সাথে কিছুটা পথ দৌড়াতে হবে ।
এখন লক্ষ্য করুণ আমাদের দেশে বাসের প্রবেশপথগুলো বাসের বামদিকে । আপনি যখন বাস থেকে নামবেন তখন, বাস যে দিকে যাচ্ছে সেটা হয় আপনার ডানদিক।
আপনি যদি ডান পা দিয়ে নামেন তাহলে আপনাকে নামতে হবে বাসের গতির উল্টো দিকে মুখ করে যার ফলে আপনি বাসের গতির সাথে দৌড়াতে পারবেন না বরং চিত হয়ে পরে যাবেন ।
আর যদি আপনি বাম পা দিয়ে নামেন তাহলে আপনার সম্মুখ ও বাসের গতির দিক একই থাকবে । ফলে বাসের গতির সাথে আপনি দৌড়াতে পারবেন ।
একটু কল্পনা করুণ বুঝতে পারবেন ।
তাই চলন্ত বাস হতে নামার সময় হ্যাল্পাররা বাম পা আগে ফেলতে বলে।
ধন্যবাদ ।