বাংলাদেশের সেরা ১০
বিশ্ববিদ্যালয়'
একটি দেশের জ্ঞানভিত্তিক
অর্থনীতি তৈরির অন্যতম মূল
বুনিয়াদ হিসেবে কাজ ঐ
দেশের উচ্চশিক্ষার
প্রতিষ্ঠানগুলো। দেশ ও
জাতির অর্থনীতি ও সার্বিক
বিকাশের জন্য এ
প্রতিষ্ঠানগুলো অগ্রনী ভূমিকা
পালন করে। বিশ্ববিদ্যালয়
মঞ্জুরি কমিশনের(ইউজিসির)
পরিসংখ্যানমতে, আমাদের
দেশে সরকারি-
বেসরকারি মিলিয়ে মোট
৯৭টি বিশ্ববিদ্যালয় রয়েছে।
এর মধ্যে সেরা কোনগুলো,
তা বিবেচনার জন্য বেশ কিছু
মানদণ্ড রয়েছে। এসব
মানদণ্ডের
মধ্যে আছে উদ্ভাবনী কর্মকাণ্ড,
গবেষণা, শিক্ষার বৈচিত্র্য,
শিক্ষার পরিবেশ,
ছাত্রসংখ্যা, সুনাম,
কর্মক্ষেত্রে গ্রহণযোগ্যতা ও
সামাজিক
পুঁজি গঠনে ভূমিকা।
এ রকম মানদণ্ডের বিবেচনায়
সেরা বিশ্ববিদ্যালয়ের
তালিকায়
প্রথমে আছে ঢাকা
বিশ্ববিদ্যালয়। তার
পরে রয়েছে যথাক্রমে
বাংলাদেশ প্রকৌশল
বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর
বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ
কৃষি বিশ্ববিদ্যালয়,
রাজশাহী বিশ্ববিদ্যালয়,
নর্থসাউথ ইউনিভার্সিটি,
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়,
খুলনা বিশ্ববিদ্যালয়, ব্র্যাক
ইউনিভার্সিটি ও ইস্টওয়েস্ট
ইউনিভার্সিটি।