Brass Van - Heaviest Art Car
এই গাড়িটিকে বিশ্বের সবচেয়ে ভারী ও জাঁকজমকপূর্ন সাজসজ্জার কার হিসেবে ধারনা করা হয়। বর্তমানে গাড়িটির মালিক Hunter Mann। গাড়িটির ডেকরেশন সম্পূর্ন করতে সময় লেগেছে ২২ বছর। গাড়িটিতে প্রায় ১৫,০০০ কয়েন ও বিভিন্ন ধরনের শোপিচ ব্যবহার করা হয়েছে। গাড়িটির ওজন ১০,০০০ পাউন্ড। অতি ভারী হওয়ার কারনে প্রতি ৪০০০ কি: মি: চলার পরে চাকাগুলো বদল করতে হয়। মালিকের ব্যবহারের সময় বাদে অন্যান্য সময় গাড়িটিকে Arizona জাদুঘরে রাখা হয়। গাড়িটির বর্তমান বাজার মূন্য ৩,৫০,০০০ মার্কিন ডলার।