জেনে রাখুন যে লিঙ্গ ফর্সা করার কোন নিরাপদ পদ্ধতি এখনো পর্যন্ত আবিষ্কৃত হয়নি।
কাজে কাজেই টিভি বা খবরের কাগজে যৌনাঙ্গ ফর্সা করার বিজ্ঞাপন দেখে ওই ধরনের কোন ঔষধ বা ক্রীম কিনবেন না।
কারণ তাহলে যে শুধু পয়সা নষ্ট হবে তাই নয়, উল্টে লিঙ্গের ক্ষতি হতে পারে।
কিছু অসাধু ব্যবসায়ী ত্বকের রঙ ফর্সা করার
ইচ্ছে ও সেই সংক্রান্ত অজ্ঞতাকে কাজে
লাগিয়ে এইভাবে বহু টাকা উপার্জন করে।
ওই ধরনের বিজ্ঞাপন থেকে সাবধান। নিজের
যৌনাঙ্গের রঙ নিয়ে একদম লজ্জাবোধ
করবেন না।
আপনার সত্যিকারের মনের মানুষ
কখওনই যৌনাঙ্গের রঙ দেখে আপনারর সঙ্গ
ত্যাগ করবে না।
আর যদি সে সত্যিই
মনের মানুষর
গায়ের রঙ ফর্সা হলেও তার যৌনাঙ্গের রঙ
গাঢ় হবার সম্ভাবনাই বেশি।
তাই মনে হয় না
সে রঙ নিয়ে কিছু মনে করবে।
যৌনাঙ্গ বা সামগ্রিকভাবে ত্বকের রঙ ফর্সা
করার ইচ্ছে বস্তুতপক্ষে একটি বিকৃত
মানসিকতা যা বিজ্ঞাপনের দৌলতে আমাদের
মাথায় গেড়ে বসেছে। ওইসব বিজ্ঞাপন
আসলে অসৎ উপায়ে টাকা রোজগারের
একটি রাস্তা মাত্র।