গর্ভধারণের জন্য
নারীদের
শরীরে থাকতে হয়
ডিম্বাণু। এই
ডিম্বাণু জন্ম থেকেই একটা
নির্দিষ্ট
পরিমাণে থাকে নারীর শরীরে।
এটা সময়ের সাথে সাথে কমে যায়,
নতুন করে তৈরি হয় না। অনেকেই এ
ব্যাপারটা জানেন না এবং মনে
করেন ডিম্বাণু আবার নতুন করে
তৈরি
হবে।
ঋতুস্রাবের ঠিক ১৪ দিন আগে
ডিম্বপাত হয় এবং এই সময়টায়
গর্ভধারণের সম্ভাবনা বেশি
থাকে।আশা করি বুঝতে পেরেছেন।