539 বার প্রদর্শিত
"মোবাইল ফোন" বিভাগে করেছেন Level 1
আমার ফোন খুব স্লো কাজ করে, এর কারণ কী?
করেছেন Level 1
আপনার ফোনে চেষ্টা করুন কম এপ্স রাখার। ফোনে সবসময়ই একটু স্পেস ফ্রি রাখার চেষ্টা করুন। স্যোশাল মিডিয়ার এপ্সগুলো একটু বেশি স্পেস নেয়। তাই স্যোশাল মিডিয়া ব্রাউজার দিয়ে ব্রাউজ করুন।
করেছেন Level 1
Clear catch from boot menu
করেছেন
ভাই আপনার লেখাটা ঠিক করুন (খবু) নয় । ঠিক লেখাটি হলো (খুব) হবে।ধন্যবাদ

4 উত্তর

0 টি ভোট
করেছেন Level 2
আপনার ফোন স্লো হওয়ার অনেক গুলো কারন আছে এবং এর থেকে মুক্তির উপায় নিম্নে আলোচনা করা হলঃ
১।    আপনার ফোন মেমরিতে কিছু রাখবেন না।
২।   আপনার ফোনের অপ্রয়োজনীয় অ্যাপ আনইন্সটল করেদিন।
৩।আপনার ফোনের অতিরিক্ত ক্যাশ ফাইল জমা হলে।তা ডিলিট করে দিন
৪।  background অনেক সময় কিছু চালু থাকে যা এন্ডয়েড মোবাইলকে স্লো করে দেয়।
0 টি ভোট
করেছেন Level 3
বেশি বেশি রাম ক্লিয়ার করুন এবং রাম বেশি ফাঁকা রাখার চেষ্টা করুন।
0 টি ভোট
করেছেন
এন্ড্রুয়েড স্মার্ট ফোন বিভিন্ন কারনেই দুবল বা ধীর গতির হয়ে যায়! একটু যত্ন নিয়ে খেয়াল করলে ই আপনার স্মার্ট ফোন টিকে সব সময়ই ভালো রাখতে, কিছু কাজ আপনাকে নিয়মিত করতে হবে। যে সকল কাজ করতে হবে । যেমন:
1 .ভালো ফোন ক্লিনার ব্যবহার করুন
2. ভালো মানের এন্টি ভাইরাস ব্যবহার করুন
করুন
3.অপ্রয়োজনীয় আপ্যস মুছে ফেলুন

4.ফোন মেমরি পরিষ্কার রাখুন
5. ফোনের অপ্রয়োজনীয় ফাইল বা  গান ,ভিডিও মুছে ফেলুন
6. সেয়ারইট/এনিসেয়ার এর ফাইল রাখার জায়গা পরিবর্তন করে -মেমরি কাড নির্বাচন করে দিন ..................



নোট:আশা করি কিছুটা হলেও গতি বাড়বে।ধন্যবাদ
0 টি ভোট
করেছেন Level 5
আপনার ফোন স্লো হওয়ার কারন আপনার ফোনে ram ক্লিয়ার না।
আপনি সবসময় ram ক্লিয়ার রাখবেন আপনার ইন্টারনাল মেমোরি ফাকা রাখার চেষ্টা করবেন।তাহলে আপনার ফোনের গতি বারবে।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

1 উত্তর
19 ফেব্রুয়ারি 2023 "মোবাইল ফোন" বিভাগে জিজ্ঞাসা করেছেন অজ্ঞাতকুলশীল
নির্বিক এমন একটি ওয়েবসাইট যেখানে আপনি আপনার প্রশ্ন করে উত্তর জেনে নিতে পারবেন এবং পাশাপাশি অন্য কারো প্রশ্নের উত্তর জানা থাকলে তাদের উত্তর দিয়ে সহযোগিতা করতে পারবেন।
...