একটি পিএন জাংশনে সর্বনিম্ন যে পরিমান ফরওয়ার্ড ভোল্টেজ প্রয়েগে জাংশনের মধ্য দিয়ে কারেন্ট প্রবাহ শুরু হয় এবং এই ভোল্টেজ সীমা অতিক্রম করা মাত্র কারেন্ট খুব দ্রুত বৃদ্ধি পায় তাকে নী-ভোল্টেজ বা থ্রেসহোল্ড ভোল্টেজ বলে। বাস্তব ক্ষেত্রে নী-ভোল্টেজ বা (Threshold) থ্রেশহোল্ড ভোল্টেজ পটেনশিয়াল বেরিয়ারের সমান হয়ে থাকে।