পাওয়ার ফ্যাক্টর সংশোধন এর জন্য স্টেটিক ক্যাপাসিটর ব্যবহার করা হয়। এ পদ্ধতিতে ৩ টি ক্যাপাসিটরকে স্টার বা ডেল্টা সংযোগ করে তিন ফেজ লাইনের সাথে সমান্তরাল সংযোগ করে পাওয়ার ফ্যাক্টরের মান উন্নীত হয়। এই পদ্ধতিতে লস কম হয়।
তথ্য সুত্রঃ TD-1 (ইলেক্ট্রিক্যাল ৬ষ্ঠ পর্ব)