সুখের নায়ে তোমায় নিয়ে
ভেসে যাই কত স্বপ্ন বুনে
স্পর্শে তোমার জেগে উঠে
দুঃখকে মিশিয়ে আকাশের নীলে
চন্দ্র তারা কানে কানে বলে
চলে এসো একদিন এই গগনে
গোমরা মুখে অস্বীকার করে
বলি কে আছে দেখ আমার পাশে
ঐ চাঁদ মুখে তুমি বলনা ভালবাসি
দূরে দূরে না তাকিয়ে দেখনা কাছাকাছি
আমি আছি।
মায়াবী চোখে আবেগি ঠোটে
হাঁসিতে তোমার পদ্ম ফোটে
নূপুর পায়ে রুপালি রাতে
বলনা ভালবাসি পথ যেতে যেতে
জোনাকির আলোয় শিশির পড়ে
ভোরের পাখিরা বলে আমায় ঘিরে
নতুন সুরে সুরে মন জুড়াবে
ছন্দে ছন্দে তুমি পা বাড়াবে
গোমরা মুখে অস্বীকার করে
বলি কে আছে দেখ আমার পাশে
ঐ চাঁদ মুখে তুমি বলনা ভালবাসি
দূরে দূরে না তাকিয়ে দেখনা কাছাকাছি
আমি আছি।