CBC এর অন্য নামও রয়েছে। যেমন: full blood count (FBC) or full blood exam (FBE) or blood pane. সাধারণত রোগীর রক্ত কণিকাগুলোর অবস্থা জানার জন্য এই টেস্টটি করা হয়।
CBC তে সাধারণত নিচের পরীক্ষাগুলো করা হয়-
১. লোহিত রক্তকণিকার সংখ্যা (RBC count)
২. শ্বেত রক্তকণিকার সংখ্যা (WBC count)
৩. রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ
৪. রক্তে লোহিত রক্তকণিকার পরিমাণ (hematocrit)
৫. লোহিত রক্তকণিকার গড় আকৃতি (MCV)
৬. প্রতি লোহিত রক্তকণিকায় হিমোগ্লোবিনের পরিমাণ (MCH)
৭. প্রতি লোহিত রক্তকণিকায় আকৃতি অনুযায়ী হিমোগ্লোবিনের ঘনত্ব (MCHC)
৮. প্লাটিলেট এর সংখ্যা
সাধারণত নিম্নোক্ত কারণে CBC করা হয়-
১. এলার্জি অথবা ইনফেকশন সনাক্তকরণের জন্য
২. Blood clotting (রক্ত জমাটবাঁধা) এর কোন সমস্যা রয়েছে কিনা এবং রক্তের অন্যান্য রোগ, যেমন রক্তশূণ্যতা নির্ণয়ের জন্য।
700/800 টাকা লাগতে পারে, হাসপাতাল ভেদে কম বেশী হতে পারে।