6,364 বার প্রদর্শিত
"স্বাস্থ্য ও চিকিৎসা" বিভাগে করেছেন Level 1

2 উত্তর

+1 টি ভোট
করেছেন Level 4

CBC এর অন্য নামও রয়েছে। যেমন: full blood count (FBC) or full blood exam (FBE) or blood pane. সাধারণত রোগীর রক্ত কণিকাগুলোর অবস্থা জানার জন্য এই টেস্টটি করা হয়।

CBC তে সাধারণত নিচের পরীক্ষাগুলো করা হয়-
১. লোহিত রক্তকণিকার সংখ্যা (RBC count)
২. শ্বেত রক্তকণিকার সংখ্যা (WBC count)
৩. রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ
৪. রক্তে লোহিত রক্তকণিকার পরিমাণ (hematocrit)
৫. লোহিত রক্তকণিকার গড় আকৃতি (MCV)
৬. প্রতি লোহিত রক্তকণিকায় হিমোগ্লোবিনের পরিমাণ (MCH)
৭. প্রতি লোহিত রক্তকণিকায় আকৃতি অনুযায়ী হিমোগ্লোবিনের ঘনত্ব (MCHC)
৮. প্লাটিলেট এর সংখ্যা

সাধারণত নিম্নোক্ত কারণে CBC করা হয়-
১. এলার্জি অথবা ইনফেকশন সনাক্তকরণের জন্য
২. Blood clotting (রক্ত জমাটবাঁধা) এর কোন সমস্যা রয়েছে কিনা এবং রক্তের অন্যান্য রোগ, যেমন রক্তশূণ্যতা নির্ণয়ের জন্য
700/800 টাকা লাগতে পারে, হাসপাতাল ভেদে কম বেশী হতে পারে।
0 টি ভোট
করেছেন Level 8

চিকিত্সকগণ নানা সময়ে রোগীদের ব্লাড টেস্ট করতে দেন। এসব ব্লাড টেস্টের মধ্যে থাকে সিবিসি বা কমপ্লিট ব্লাড টেস্ট CBC Test (Complete blood count ) । আর এই সিবিসি টেস্ট করে দেখা যায়, ব্লাড সেল টাইপ এবং ব্লাড সেলের কাউন্ট বা পরিসংখ্যান। এসব দেখে চিকিত্সকগণ বুঝতে পারেন ব্লাড সেল স্বাভাবিক কিনা। এই ধরনের টেস্ট করে বুঝা যায়, শরীরে কোনো ইনফেকশন আছে কিনা, রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কত ইত্যাদি ইত্যাদি।  CBC  চেকআপের মাধ্যমে শরীরের হিমোগ্লোবিন,  WBC  সাদা কণিকা (সেল) এবং প্লেটলেট গণনা করা হয়। রক্তের কী অবস্থা এটি বুঝতে এই পরীক্ষা করা হয়। সিবিসি টেস্টের মাধ্যমে বুঝতে পারা সম্ভব লোহিত ও শ্বেত রক্ত কণিকার পরিমাণ সম্পর্কে। সেই সাথে জানা যায় কি পরিমাণে অক্সিজেন রক্ত বহন করছে।টেস্ট করতে কত টাকা খরচ হবে সেটা নির্দিষ্ট করে বলা যাচ্ছে,এটা হাসপাতালের উপর নির্ভর করবে।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

1 উত্তর
25 মার্চ 2020 "স্বাস্থ্য ও চিকিৎসা" বিভাগে জিজ্ঞাসা করেছেন Lahin ahmed Level 1
1 উত্তর
21 জুন 2019 "স্বাস্থ্য ও চিকিৎসা" বিভাগে জিজ্ঞাসা করেছেন ফারহান Level 8
1 উত্তর
28 জানুয়ারি 2019 "স্বাস্থ্য ও চিকিৎসা" বিভাগে জিজ্ঞাসা করেছেন ফারহান Level 8
1 উত্তর
1 উত্তর
24 মার্চ 2023 "স্বাস্থ্য ও চিকিৎসা" বিভাগে জিজ্ঞাসা করেছেন ফারহান Level 8
নির্বিক এমন একটি ওয়েবসাইট যেখানে আপনি আপনার প্রশ্ন করে উত্তর জেনে নিতে পারবেন এবং পাশাপাশি অন্য কারো প্রশ্নের উত্তর জানা থাকলে তাদের উত্তর দিয়ে সহযোগিতা করতে পারবেন।
...