প্রতিবন্ধী ভাতা মূলত ২ ধরনের । ১। অস্বচ্ছল ২। শিক্ষা উপবৃত্তি । অস্বচ্ছলদের ভাতা চেয়্যারম্যান মেম্বর কার্ড দিবে । আর শিক্ষা উপবৃত্তি নিতে হলে প্রধান শিক্ষকের সুপারিশসহ সমাজসেবা অফিসে যোগাযোগ করতে হবে । বাকীটা কাজ তারা করবে । উল্লেখ্যঃ প্রতিবন্ধী জরিপে নিবন্ধীত হয়েছেন এমন ব্যাক্তি ভাতা পাবেন । শিক্ষা উপবৃতি সাময়িক কিন্তু অস্বচ্ছল ভাতা আজীবন ।