এনসিটিএফ জাতীয় পর্যায়ের একটি একমাত্র শিশু সংগঠন। যা শিশু দের দ্বারা গঠিত এবং শিশু দের দ্বারা পরিচালিত। এনসিটিএফ শিশু দের নিয়ে কাজ করে।জাতিসংঘের শিশু অধিকার, সুবিধা বঞ্চিত অসহায় পথশিশুদের ঘিরে এনসিটিএফ কাজ করে।শিশুশ্রম,শিশু নির্যাতন, বাল্যবিবাহ, ইপ্টিজিন, শিশু মাদক দ্রব্য ব্যবহার, শিশুর প্রতি সহিঞ্চা ইত্যাদি নিয়ে এনসিটিএফ কাজ করে।
মুলত শিশুদের ঘিরেই এনসিটিএফ এর কাজ।।