কোনো কাজে সফলতার পর যে ইবাদত করা হয় তা আল্লাহর দরবারে নফল ইবাদত হিসেবে গণ্য হয়।কারণ আল্লাহ তায়ালা আমাদের উপর ৫ ওয়াক্ত নামায ফরয করেছেন।এই ৫ ওয়াক্ত নামাযের পর যে ইবাদত করা হয় তাকে নফল ইবাদত বলে।সুতরাং কোনো কাজে সফলতা পাবার পর আল্লাহকে খুশি করার উদ্যেশে যে নামায বা ইবাদত করা হয় তাকে নফল ইবাদত বলে।তাই উক্ত ইবাদতকে নফল ইবাদত বলে।