ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে
আলোকরশ্মি আপতিত হবার সময় যদি
আপতন কোণ ক্রান্তি কোণের চেয়ে বড়
কোণে আপতিত হয় তখন কোন প্রতিসৃত
রশ্মি পাওয়া যায় না। এই অবস্থায়
মাধ্যম দুটির বিভেদতল দর্পণের ন্যায়
আচরণ করে। এই ঘটনাকে পূর্ণ
অভ্যন্তরীণ প্রতিফলন বলে।আশা করি বুঝতে পেরেছেন।