ব্রাজিলের পতাকা চতুর্ভুজাকৃতি। এর ব্যাকগ্রাউন্ড ঘন সবুজ। মাঝখানে একটা হলুদ চতুর্ভুজ আছে। এই চতুর্ভুজের মাঝে একটা গোলাকৃতির নিল রং এর বৃত্ত আছে এবং এতে অনেকগুলা তারা আছে। ওই বৃত্তের মধ্যে লেখা আছে "Ordem e Progresso"।
অর্থ : ঘন সবুজ এর মানে ব্রাজিলের সজিবতা ও সবুজ শ্যামলী প্রকৃতি। মাঝের হলুদ চতুর্ভুজ ব্রাজিলের ভূ গর্ভস্থ সোনা ও সম্পদ কে বুঝায়। পৃথিবীর মত নীল বৃত্ত এর অর্থ রিও ডি জেনেইরো এর রাতের আকাশের সৌন্দর্য। আর পর্তুগিজ ভাষায় লেখা বাক্যটির বাংলা অনুবাদ : "শৃঙ্খলা এবং উন্নতি"।