ব্রেক সিস্টেম কাজ করে এক বিশেষ ধরনের তেল এর সাহায্যে যাকে আমরা বলি ব্রেক ফ্লুইড।এটা একটা বিশেষ ধরনের হাইড্রলিক অয়েল যা ঠান্ডায় জমে যাবে না এবং অনেক উচ্চ তাপমাত্রায় তা বয়েল করবে না ।আপনি যখন ব্রেক প্যাডাল চাপেন তখন এই ব্রেক অয়েলই মাস্টার সিলিন্ডার হয়ে ব্রেক লাইন দিয়ে হুইল সিলিন্ডারে গিয়ে ধাক্কা দেয় সেখান থেকে ব্রেক প্যাড বা সু দিয়ে চাকার সাথে লাগানো ব্রেকডিস্ক বা ব্রেক ড্রাম কে চেপে ধরে গাড়ীকে থামিয়ে দেয়।
আজকাল অনেক গাড়িতে চার চাকাতেই ডিস্ক ব্রেক ব্যাবহার করা হয় আগে সামনের চাকা ডিস্ক ব্রেকআর পিছনের চাকা ড্রাম ব্রেক ব্যাবহার করা হতো উপরের ডায়াগ্রাম এর মত।