194 বার প্রদর্শিত
"ব্যাবসা ও চাকুরী" বিভাগে করেছেন Level 5

1 উত্তর

0 টি ভোট
করেছেন Level 5
1000 রুবেন পল হচ্ছে তৃতীয় শ্রেণীতে অধ্যয়নরত একজন সাইবার সেকিউরিটি এক্সপার্ট যে টেক্সাসের অস্টিনে বাস করে। সে তার নিজের কোম্পানী প্রোডেন্ট গেইমসের সিইও এবং সাম্প্রতিককালে দ্যি গ্রাউন্ড জিরো সামিট এ "বিশেষ প্রতিনিধি" হিসেবে অংশগ্রহণ করে।  তার নাম রুবেন পল এবং তার বয়স মাত্র ৯ বছর। এই তৃতীয় শ্রেণীতে পড়ুয়া বালকটি একজন সুদক্ষ হ্যাকার, সাইবার সেকিউরিটি এক্সপার্ট এবং একজন অ্যাপ ডেভেলপার। আরো আশ্চর্যের বিষয় এই যে, সে নিজেই তার কোম্পানী প্রোডেন্ট গেইমসের সিইও। গত বছর দ্যি গ্রাউন্ড জিরো সামিট-এ, শিশুদিবসে পল তার বক্তব্য প্রদান করে। এই বছর, পৃথিবীর সবচেয়ে বৃহৎ একটি হ্যাকার সম্মেলনে সে-ই সবচেয়ে কনিষ্ঠতম অংশগ্রহণকারী। শিশুদের সাইবার প্রতিরক্ষা সম্পর্কে উৎসাহ দিতে সে দিল্লীর আসুক হোটেলে আয়োজিত একটি সম্মেলনে "বিশেষ প্রতিনিধি" হিসেবে যোগদান করে। তার প্রিয় নায়ক স্পাইডার ম্যানের কথা উল্লেখ করে রুবেন বলে, “ভালো হ্যাকিং দক্ষতার মাধ্যমে তুমি মহৎ শক্তি পাবে, আর মহৎ শক্তির মধ্য দিয়েই মহৎ দায়িত্ববোধ আসে।” “ডাটা হরণের মাধ্যমে, ইন্টারনেটে সাইবার হুমকি এবং বিভিন্ন ধরনের আক্রমণ সংঘটিত হচ্ছে, শিশুরা বিপদে পড়লে কিভাবে তারা তা প্রতিরোধ করে নিজেদের বাঁচাবে এটি তাদের শিখানো খুবই গুরুত্বপূর্ণ। ” সম্মেলনে বলতে গিয়ে, প্রধান অতিথি হোম মিনিস্টার রাজনাথ সিং বলেন, ওয়ার্ল্ডওয়াইড ওয়েবটি হচ্ছে পঞ্চমাত্রাসম্বলিত প্রতিরক্ষা এবং এটি নিয়ন্ত্রণ করা আমাদের সর্বোচ্চ দায়িত্ব

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

1 উত্তর
01 অক্টোবর 2018 "ব্যাবসা ও চাকুরী" বিভাগে জিজ্ঞাসা করেছেন Ran Ran Ran Level 7
3 টি উত্তর
03 নভেম্বর 2018 "যৌন" বিভাগে জিজ্ঞাসা করেছেন kuddus Level 2
নির্বিক এমন একটি ওয়েবসাইট যেখানে আপনি আপনার প্রশ্ন করে উত্তর জেনে নিতে পারবেন এবং পাশাপাশি অন্য কারো প্রশ্নের উত্তর জানা থাকলে তাদের উত্তর দিয়ে সহযোগিতা করতে পারবেন।
...