প্রিন্ট টেকনিক অনুসারে প্রিন্টারকে ২ ভাগে ভাগ করা হয় যথা ১. ইমপ্যাক্ট ২ . নন ইমপ্যাক্ট প্রিন্টার। প্রিন্টিং সিকুয়েন্স অনুসারে প্রিন্টারকে ২ ভাগে ভাগ করা হয় যথা সিরিয়াল এবং প্যারালাল। প্রিন্ট কোয়ালিটি অনুসারে প্রিন্টারকে ৩ ভাগে ভাগ করা হয় যথা ড্রাপট প্রিন্টার , লেয়ার কোয়ালাটি প্রিন্টার , নিয়ার লেটার কোয়ালিটি প্রিন্টার।