বজ্রপাত ৩০০০০ অ্যাম্পিয়ার ও ১০ কোটি ভোল্ট বিদ্যুৎ তৈরি করতে পারে | বজ্রপাত মানেই একদলা ইলেকট্রনের সবেগে ছুটে আসা। আর এই ছুটে আসার গতিটা হয় সেকেন্ডে এক লাখ কিলোমিটারেরও বেশি। সাধারণত ইলেকট্রনের পরিবহনের জন্য তারের মতো একটা কিছুর সংযোগ থাকার প্রয়োজন হলেও বজ্রপাতে এত বেশি শক্তি তৈরি হয় যে বাতাসে ভর করেই ছুটে আসতে পারে বিদ্যুৎ। আর বাতাসের উপস্থিতি একেক জায়গায় একেক রকম বলেই বজ পাতের রেখাটা হয় গাছের মতো শাখা-প্রশাখা মেলা। আর এই শাখা-প্রশাখার ভেতর থাকে দানবীয় শক্তি। বিজ্ঞানের ভাষায় যাকে বলে জুল। একটি বজ্রপাতে থাকে প্রায় ৫০০ কোটি জুল শক্তি।আশা করি বুঝতে পেরেছেন।