সরকার হতে চাইলে বাংলাদেশের সাধারণ নাগরিকের সব ধরণের যৌগ্যতা থাকতে হবে।দেশ চালানোর দক্কতা থাকতে হবে।লেথাপড়া করে ভালো যৌগ্যতা অর্জন করতে হবে।দেশ বিরোধী কোনো কাজ করা যাবে না।দেশের সাথে,দেশের মানুষের সাথে প্রতারণা করা যাবে না।সেই কথা মাথায় রাখতে হবে।সবার কাছে যৌগ্য হয়ে উঠতে হবে।তা হলেই সরকার হতে পারবে।