আল্লাহ তায়ালা ৫ ওয়াক্ত নামাজকে ফরজ করেছেন ।যদি কোন মুসলমান ব্যক্তি এক ওয়াক্তের নামাজ কাজা করে ফেলে তাহলে তাকে ৮১ হোব্বা সময় জাহান্নামের আগুন ভোগ করতে হবে।আর এক হোব্বার পরিমান ২কোটি ৮৮ লাখবছর ।আর তিনি যদি কাজা নামাজ আদায় করে নেন তাহলে ৮০ হোব্বা মাফ হয়ে যাবে । যদি কেও নামাজ পড়তে ভুলে যায় আর পরবর্তি ওয়াক্তে স্বরন হয় তাহলে তাকে ধরুন ওমুক ব্যক্তির যহুরের নামাজ কোনো কারন বা ভুলবশত কাজা হয়ে গিয়েছে তখন তাকে আসরের নামাজের জামায়াতের যদি পর্যাপ্ত সময় বাকি থাকে তাহলে তাকে আগে যহুর আদায় করে নিতে হবে।আর আসরের জামায়াতের সময় নিকটবর্তী হয়ে গেলে আগে আসর পড়ে তারপর যহুরের কাজা আদায় করতে হবে ।বিঃদ্রঃআপনি যদি বাড়িতে একাকি নামাজ আদায় করেন তাহলে কাজা নামাজ আগে পড়ে নেয়ার চেষ্টা করবেন। উত্তর টা ভালো লাগলে অবশ্যই পজেটিভ ভোট দিবেন অন্যতায় মন্তব্য জানাবেন।আল্লহহাফেজ