179 বার প্রদর্শিত
"সাধারণ" বিভাগে করেছেন Level 6

1 উত্তর

0 টি ভোট
করেছেন Level 6
ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা ও বর্তমান প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ। খুব সাদামাটাভাবে চলার জন্য বেশ প্রশংসিত। একই রঙের টি-শার্ট আর ট্রাউজার পরে প্রতিদিন অফিস করেন।

জামাকাপড় নিয়ে খুব একটা মাথা না ঘামালে কী হবে, বিশ্বের অন্যতম শীর্ষ এই ধনী কিন্তু নিজের নিরাপত্তা নিয়ে ঠিকই উদ্বিগ্ন থাকেন।

২০১১ থেকে ২০১৫ সাল পর্যন্ত চার বছরে মার্ক জাকারবার্গের নিরাপত্তার পেছনে ফেসবুকের ব্যয় হয়েছে এক কোটি ৬০ লাখ মার্কিন ডলার।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জমা দেওয়া এক খরচ বিবরণীতে এই হিসাব পাওয়া গেছে। এ খবর জানিয়েছে ব্যবসাবিষয়ক সাময়িকী ফোর্বস।

এই বিপুল পরিমাণ অর্থ ব্যয় হয়েছে জাকারবার্গের অফিস ও বাসার জন্য নিরাপত্তাসামগ্রী ক্রয়, সেগুলো ইনস্টল ও দেখভাল করার পেছনে।

এ ছাড়া জাকারবার্গের নিরাপত্তায় নিয়োজিত নিরাপত্তাকর্মীদের বেতন ও অন্যান্য খরচও রয়েছে এক কোটি ৬০ লাখ ডলারের মধ্যে। বিদেশ ভ্রমণের সময় নিরাপত্তার খাতিরে ব্যক্তিগত বিমান ভাড়া করার খরচও এর মধ্যে অন্তর্ভুক্ত।

তবে জাকারবার্গ একা নন, প্রযুক্তি দুনিয়ার তাবৎ প্রভাবশালী ব্যক্তিই নিজেদের নিরাপত্তার পেছনে মোটা অঙ্কের টাকা ব্যয় করে থাকেন।

শুধু ২০১৫ সালে ওরাকলের প্রধান নির্বাহী ল্যারি এলিসনের বাড়ির নিরাপত্তার পেছনের ওরাকলের ব্যয় ছিল দেড় কোটি মার্কিন ডলার।

ওই একই বছর অ্যামাজনের প্রধান নির্বাহী জেফ বেজোসের নিরাপত্তার পেছনে অ্যামাজনের ব্যয় ছিল এক কোটি ৬০ লাখ ডলার।

অর্থাৎ জাকারবার্গের পেছনে পাঁচ বছরে যা খরচ হয়েছে, ওরাকল ও অ্যামাজনের প্রধান নির্বাহীর নিরাপত্তার পেছনে এক বছরেই সে অর্থ খরচ হয়েছে। সে হিসেবে জাকারবার্গকে মিতব্যয়ী বলাই যায়।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

1 উত্তর
1 উত্তর
04 ডিসেম্বর 2018 "কম্পিউটার ও ইন্টারনেট" বিভাগে জিজ্ঞাসা করেছেন Atik Level 5
2 টি উত্তর
06 ফেব্রুয়ারি 2018 "কম্পিউটার ও ইন্টারনেট" বিভাগে জিজ্ঞাসা করেছেন nasim Level 2
1 উত্তর
24 মে 2018 "সাধারণ" বিভাগে জিজ্ঞাসা করেছেন ইকবাল হোসেন নিলয় Level 8
1 উত্তর
27 মে 2018 "সাধারণ" বিভাগে জিজ্ঞাসা করেছেন ইকবাল হোসেন নিলয় Level 8
নির্বিক এমন একটি ওয়েবসাইট যেখানে আপনি আপনার প্রশ্ন করে উত্তর জেনে নিতে পারবেন এবং পাশাপাশি অন্য কারো প্রশ্নের উত্তর জানা থাকলে তাদের উত্তর দিয়ে সহযোগিতা করতে পারবেন।
...