বিশ্বের কতটি দেশে বাংলা ভাষা ব্যবহৃত হয়? এই প্রশ্নের সরাসরি জবাব হল- বিশ্বের যে কয়টি দেশে বাংলা ভাষায় কথা বলার লোক আছে ততটি দেশেই ভাষা ব্যবহৃত হয় । মূলতঃ প্রশ্নটাই সঠিক হয়নি । প্রশ্নটা হওয়া দরকার ছিল এভাবে -" পৃথিবীর কতটি দেশে বাংলা ভাষার রাষ্ট্রীয় ব্যাবহার হয় ? বা রাষ্ট্রযন্ত্রে বাংলা চলে । স্বীকৃতি এক জিনিস আর ব্যবহার ভিন্ন জিনিস । রাষ্ট্রযন্ত্রে বাংলার ব্যবহার শুধু বাংলাদেশ ওভারতের কিছু অংশেই সীমাবদ্ধ ।তাছাড়া পৃথিবীর যে যে দেশে অন্যদের চেয়ে বাংলাভাষী লোক বেশি সেখানে বাংলা ২য় বা ৩য় স্থানে থাকাটাই স্বভাবিক । ধন্যবাদ ।