জলধি এর ব্যাসবাক্য হবে " জল ধারণ করে যে " জলধি হবে বহুব্রাহী সমাস। যে সমাসে পূর্ব পদ ও পর পদ এর কোনটার অর্থই পরিপূর্ণভাবে প্রকাশ না পেয়ে সমস্ত পদে ভিন্ন প্রকাশ পায় তাকে বহুব্রীহি সমাস। জল অনেক কিছু ধারণ করতে পারে কিন্তু এখানে জলধি অর্থে সমুদ্র বোঝাচ্ছে।