একটা প্রচলিত কথা আছে, ' প্রাতে খেলে নুন- আদা, অরুচি আর থাকে না দাদা'। আমাদের মধ্য অনেককেই দেখা যায়, কেউ শাক খান সবজি খান, চুকা খান না মিষ্টি খান, এই মাছ খান না ঐ মাছ খান। এরকম খাওয়া-দাওয়ার সময় খাদ্যদ্রবের পছন্দ-অপছন্দ আমাদের সবারই। আবার কেউ ভালো কিছু খেতেই পারেন না। একটা প্রতিবেদন জানিয়েছে যে, যাদের খাওয়ায় শখ নেই, তাঁরা যদি প্রাঃতকালে নুন-আদা খান, তাহলে ঐ অরুচিটা নিঃসন্দেহে চলে যায়। তাই আপনি ১বার এই পরামর্শ মেনে দেখতে পারেন।