আলবার্ট আইনস্টাইনের কয়েকটা বিখ্যাত উক্তি নিম্নে উল্লেখ করা হলোঃ
১-বুদ্ধিমত্তার পরিচয় জ্ঞানে নয় কল্পনাশক্তিতে।
২-শান্তি কখনোই শক্তি প্রয়োগ করে আনা যায় না, সেটি একমাত্র সম্ভব হয় বোঝাপারার মাধ্যমে।
৩-গতকাল থেকে শিখুন, আজকের দিনতাকে নিয়ে বেঁচে থাকুন, আশাটা আগামীকালের জন্যে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্রশ্ন করা থামাবেন না।
৪-আপনাকে আগে খেলার নিয়মটি শিখতে হবে আর তারপরেই আপনাকে অন্যদের চাইতে ভালো খেলতে হবে।
৫-স্কুল থেকে জ্ঞানার্জনের পর ভুলে যাওয়ার পর যেটা মনে থাকে সেটাই হলো শিক্ষা।