মুসলমানদের ইমানের ৭টি বিষয় আছে যার একটাকেও অস্বীকার করলে আপনি ইমানহারা মানে কাফের হয়ে যাবেন।এর মাঝে একটা বিশ্বাসের বিষয় হল মূত্যুর পর পূনরুর্থানের প্রতি বিশ্বাস।আল্লাহ তায়ালা আমাদেরকে হাশরের মাঠে বিচারের জন্য কবর থেকে জীবিত করবেন এটাই সত্য তবে আমাদের পূনর্জন্ম বলতে কিছু নেই আল্লাহ তো আমাদেরকে বিচার কার্য শেষ করার পর এক দলকে জান্নাতে আরেক দল মানে কাফের মুররিক বেইমান বা যারা এক আল্লাহর ইবাদত করে নি তাদেরকে জাহান্নামে পাঠিয়ে দিবেন । আর আখিরাতে বিশ্বাস করা ইমানের বিষয়। তাই আমাদের পূনর্জন্ম হতে পারে না ,হতে পারে না এতে বিন্ধু মাত্রও কোন সন্দেহ করা যাবে না।কেননা আল্লাহ তায়ালা আমাদেরকে বলেই দিয়েছেন মূত্যুর পর পূনরূর্থান করা হবে যা শুধুই বিচার কার্যের জন্যে আর এর পর আল্লাহ তায়ালা আমাদের কর্মফল স্বরূপ জান্নাত বা জাহান্নামে পাঠিয়ে দিবেন।তাহলে আবার পূর্নজন্ম আসলো কোথা থেকে এটা কেমন অন্ধ বিশ্বাসীদের সৃষ্টিকর্তার বাণী। আমাদের আল্লাহ তায়ালা এরখম কোন কথা দেয় নি যা ইমানের ৭টি বিষয় জানলেই বোঝা যায়।এটা বিধর্মীদের কালচার ।তাদের অন্ধ বিশ্বাসের ফল আমাদের আল্লাহ অবশ্যই হাশর মাঠেই বোঝিয়ে দিবেন যে আবার দুনিয়াতে যেতে হবে না