মানুষের অন্যতম বৈশিষ্ঠ হচ্ছে সীমা লঙ্ঘন করা। আমরা মানুষেরা নিশ্চয়ই কোন মানুষের প্রতিই বিশ্বাস স্থাপন করি কিন্তু সেই মানুষই বিশ্বাসের সীমা অতিক্রম করে বিশ্বাস ভঙ্গ করে। খুব কষ্ট হয় তখন। আরও সে যদি হয় অত্যন্ত প্রিয় কেউ তাহলে সেই কষ্টের কোন পরিসীমা থাকেনা। তবু আপনার উচিত জেনে নেয়া, সে কেন কি পরিস্থিতিতে এমন করে আপনার বিশ্বাস ভঙ্গ করল! এমনও তো হতে পারে তার কোন উপায় ছিলনা কিংবা এর অনুকুলে কোন ভালো ফলাফল ছিল। সরাসরি তার সাথে বিস্তারিত আলাপ করুন। আলোচনার কোন বিকল্প নেই। না জেনে আপনার প্রিয় মানুষটি যে ভুল করেছে, আপনি নিশ্চয়ই আবেগের বশবর্তী না হয়ে সম্পর্ক ছিন্ন করবেন না। সঠিকভাবে পরিস্থিতির সত্যতা নিশ্চিত করে আলোচনার ভিত্তিতেই একটা স্বিদ্ধান্তে আসবেন আশা করি।