সালাম, টেনশন ছাড়া কে আছে বলুন।তবে বেশি টেনশনে বেশি টেনশন।তাই টেনশন কমাতে হলে প্রয়োজন :বিশ্রাম।
টেনশন কমাতে হলে প্রয়োজন
সঠিক সময়ে : ঘুম।আর সারাদিন ঘরে থাকলে মেজাজ বা মন নষ্ট হয়ে যায় ।তাই দূরে আরো দূরে নদী বা সমুদ্র কাছে যান ভালো লাগবে আর টেনশন কোথায় চলে যাবে।সহজ করে বললে পিকনিক এ চলে যান বা এক/দুই মাসের ভ্রমণে ।বন্ধুদের সময় দিন,আড্ডা দিন।
নোট:সারা দিন ফেসবুক বা নেট মন নষ্ট করে দেয়।আরে ভাই পৃথিবী টা একবার ঘুরে তো দেখুন কেমন দেখতে ,শহর,বন্দর, গ্রামগুলো ?? এখন পযন্ত কয়টা গ্রামে ঘুরেছেন ?? ঘরে বসে না থেকে দুনিয়া টা ঘুরে দেখুন আর টেনশন আসার চান্স ই পাবে না।"আমার ও আগে এমন লাগতো তাই সব বন্ধুর গ্রামের বাড়িগুলি ঘুরলাম আর এখন পাসপোর্ট করেছি একটু খারাপ লাগলেই চলে যাই....।
সবাইকে ধন্যবাদ