হিসাবটিই করা হয় নি।
১০০ টাকা নিয়ে দোকানে গেল।
মোট খরচ হলো - ৯৭ টাকা।মা বাবা কে ২টাকা এবং আপনার কাছে ১টাকা মোট ১০০টাকা এখানেই হিসেব শেষ।
প্রতিবার কত টাকা থাকল তা
যোগ করার কোনো যৌক্তিকতা নেই।
যে টাকাটা বাজারে নিয়েগেছেন সেই
পরিমান টাকাই খরচ হয়েছে,।
হাতে থাকলো এখানের যোগফল মোট টাকার
পরিমান হবে এরকম কোনো সুত্র নেই।
মোট টাকার পরিমান এবং হাতে থাকলো
এই অঙ্কের পরিমানের যোগফল ভিন্ন হবে
এটিই স্বাভাবিক। ১ টাকা বেশি হচ্ছে কোথায়..?
যদি মোট খরচের ঘরে ১০১ হতো তাহলে বলা যেত
যে ১ টাকা বেশি হয়েছে।
নিচের দুটি উদাহরণ লক্ষ করুন....
১০ টাকা নিয়ে বাজারে গেল....
.
প্রথমে খরচ হলো.............. হাতে থাকলো
. ২ টাকা ৮ টাকা
তারপর ৫ টাকা ৩ টাকা
তারপর ৩ টাকা ০ টাকা
---------------------------------------------------------
যোগ করে ১০ টাকা... ১১ টাকা
.
.
আবার, ১০ টাকা নিয়ে বাজারে গেল...
প্রথমে খরচ হলো.............. হাতে থাকলো
. ১ টাকা ৯ টাকা
তারপর ১ টাকা ৮ টাকা
তারপর ১ টাকা ৭ টাকা
তারপর ১ টাকা ৬ টাকা
তারপর ১ টাকা ৫ টাকা
তারপর ১ টাকা ৪ টাকা
তারপর ১ টাকা ৩ টাকা
তাপর ১ টাকা ২ টাকা
তারপর ১ টাকা ১ টাকা
তারপর ১ টাকা ০ টাকা
---------------------------------------------------------
যোগ করে ১০ টাকা... ৪৫ টাকা
.
এখন নিশ্চয় ঘটনাটি বুঝতে পেরেছেন।
মোট টাকার পরিমান = মোট খরচের পরিমান
মোট হাতে থাকার টাকার পরিমান এবং মোট
টাকার পরিমান এক হওয়ার কোনো কারনই নেই,
কারন হাতে থাকার টাকার হিসাব পাশাপাশি খরচের
সাথে সম্পর্কিতা।
যে টাকাটি অবশিষ্ট থাকছে তা খরচ করার পর
কত টাকা থাকলো সেই হিসাবের সাথে জড়িত,
সুতরাং-- আপনি হিসাবে যে ১০১ দেখিয়েছেন এটা
ঠিক আছে, কিন্তু মোট টাকার পরিমানের সাথে
এটাকে যোগ, বিয়োগ করা কোনো হিসাবের মধ্য
পড়ে না। তাই টাকা বেশি হচ্ছে না। ১ টাকা বেশি
হচ্ছে নিয়মের/গণিতের বাইরে সুতরাং এর কোনো
গাণিতিক ব্যাখা ও হবে না যেহেতু ১ সংখ্যাটিই নিয়ম
ছাড়া বের করছেন।
ঐ ১০০ টাকা ভিন্ন ভাবে খরচ করলে ১০১ এর
স্থানে ভিন্ন হবে।