ড.সুনীতকুমার চট্টোপাধ্যায়ের মতে,"দুইটি(বা ক্বচিৎ দুইটির অধিক) ধ্বনি একই পদে,অথবা দুইটি বিভিন্ন পদে পাশাপাশি অবস্থান করলে,দ্রুত উচ্চারণের সময়ে তাহাদের মধ্যে আংশিক বা পূর্ণভাবে মিলিত,কিংবা একটির লোপ হয়,অথবা একটি অপরটির প্রভাবে পরিবর্তিত হয়।এইরুপে মিলন বা লোপ বা পরিবর্তনকে সন্ধি বলে।