রুচি বাড়ানোর জন্য বাজারে বিভিন্ন ধরনের রুচির সিরাপ ও টেবলেট পাওয়া যায় ।তবে টেবলেট থেকে সিরাপ ভালো কাজ করে।তাই সিরাপ খাওয়া ই ভালো।বাজারে বিভিন্ন কোম্পানির সিরাপ রয়েছে যেমন: হামদাদ,স্কোয়ার, বেসিমকো ইত্যাদি ।
তবে আপনি ভেষজ বা গাছ-গাছালি ঔষধ খেতে পারেন আর রুচির জন্য ভেষজ ঔষধ ভালো হবে।রুচি বাড়ানোর জন্য বিভিন্ন ধরনের ফল ও ভালো কাজ করে, যেমন :লেবু ,আমলকি ,কমলালেবু ইত্যাদি ফল ভালো রুচি বাড়ায় ।
নোট: আমি রুচি বাড়াতে আমলকি খাই এবং আমলকির চা পান করি।
সবাইকে ধন্যবাদ