552 বার প্রদর্শিত
"সাধারণ" বিভাগে করেছেন Level 2

4 উত্তর

0 টি ভোট
করেছেন
 
সর্বোত্তম উত্তর
হ্যাঁ/জি।মোবাইল কোম্পানী সব কিছু ই দেখতে  পায়।মোবাইল কোম্পানী  আপনার যেসব দেখতে পায়।তা নিম্নরূপ:
1. আপনার সিম নাম্বার
2.আপনার বর্তমান অবশিষ্ট টাকা
3.আপনার সর্বশেষ অবস্থান
4.আপনি কত জন কে এবং কোন কোন নাম্বারে কল করেছেন
5.আপনি কাকে মেসেজ করেছেন এবং কি লিখে মেসেজ করেছেন
6.আপনি আজ/সপ্তাহ /মাস এ কত টুকু ইন্টারনেট ব্যবহার করেছেন
7.আপনি কোন অ্যাপস এ ইন্টারনেট ব্যবহার করছেন
8. আপনার ফোনের মডেল এবং ফোন এ কি কি সিম চালু করা বা এক্টিভ করা আছে
9. আপনার স্মার্ট ফোনের আইপি  নাম্বার
10. কি কি নাম্বার আপনার স্মার্ট ফোনবুক এ সেভ করা আছে এবং কি কি মেসেজ ফোন এ সেভ করা আছে ।
সহজ কথা আপনি যে  কোম্পানীর সীম চালাবেন সেই কোম্পানী আপনাকে চালাবে বা জ্বালাবে।অথাৎ আপনি যে কোম্পানীর সিম চালাবেন সেই কোম্পানী আপনার সকল কিছু খেয়াল রাখবেন।নিশ্চিত ।

নোট:এনইডি দিয়ে / ভ্যারিফাই সীম দিয়ে কোন অপরাধ সম্পর্কিত কোন কাজ করবেন না।আমি সবার শিক্ষার জন্য লিখেছি
সবাইকে ধন্যবাদ
করেছেন Level 4
–1
11 নম্বর টা ভুল।
করেছেন Level 2
১০ নাম্বার হবে...
+1 টি ভোট
করেছেন Level 4
আমরা মোবাইলে কত টাকা খরচ করতেছি,
কত এমবি খরচ করতেছি, কত টাকা রিচার্জ
করতেছি এবং কত এস এম এস দিতে ছি,
 কারসাথে কথা বলতে ছি, তা ই কেবল সিম
কোম্পানি জানতে পারবে ।
+1 টি ভোট
করেছেন Level 4
অবশ্যই না। সিম কোম্পানি সিম বিক্রির সময় কিছু প্রাইভেসি দিয়ে থাকে।
আপনার প্রাইভেট ব্যাপারে হস্তক্ষেপ বা নজরদারির অধিকার তাদের নেই।
তবে যদি বিশেষ কোনো কারন দর্শানো হয় এবং আইনি ভাবে আপনার উপর তদন্তের প্রয়োজন হয় শুধু তখনই তারা এইসব জিনিস মনিটর করতে পারবে।নয়তবা না।
তাছাড়া যদি করে তবে ভূক্তা অধিকার আইন ক্ষুন্ন হবে।
তবে আইপি মনিটরিং ব্যালেন্স চ্যাক ইত্যাদি এগুলো করতে পারে তারা।
কিন্ত আপনার পার্সোনাল মেসেজ বা কল শুনবে না।
–1 টি ভোট
করেছেন Level 4
Yes,absolutely..Whatever you do they have your information..By tracking your EMI and IP adress they have your data..For that police find what miscreant anyone do.(Example:ssc exam paper out.)
করেছেন Level 7
ভাই দয়া করে সব কিছু বাংলায় লিখবেন।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

13 টি উত্তর
12 নভেম্বর 2018 "মতামত" বিভাগে জিজ্ঞাসা করেছেন ইফতি Level 6
নির্বিক এমন একটি ওয়েবসাইট যেখানে আপনি আপনার প্রশ্ন করে উত্তর জেনে নিতে পারবেন এবং পাশাপাশি অন্য কারো প্রশ্নের উত্তর জানা থাকলে তাদের উত্তর দিয়ে সহযোগিতা করতে পারবেন।
...