আমি মুসলমান ধর্মের একজন অনুসারী হিসেবে বলব আমাদের নবী রসূল (স:) ও সাহাবায়ে কেরাম যা করে গিয়েছেন আমরা তা মানার দৃঢ় চেষ্টা করব। আর যা করেননি তা আমরা কখনোই করার চেষ্টাও করব না ইনশাআল্লাহআর যদি তাদের অনুসরন না করে বিধর্মিদের অনুসরন করার চেষ্টা করি তার নামই বিদয়াত। আমাদের নবি রাসূল (স:) ও সাহাবায়ে কেরাম কখনোই কারো মূত্যুর স্বরনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন নি অতএব আমরা এরখম কাজ কখনোই করব না। এটি সম্পূর্ণ হারাম কাজ এবং নাজায়েজ।আল্লাহ আমাদের কে ইসলাম কে সঠিক ভাবে বোঝার ও মানার তৌফিক দান করুন ,আমীন।