উত্তরঃ ১০ টি যথাঃ
(১) মাথায় টুপি রাখা,
(২) মাথার চুল তিন নিয়মের এক নিয়মে রাখা কানের লতি পর্যন্ত,
(৩) মোচ ঠোঁটের সাথে মিশিয়ে কাটা,
(৪) মেসওয়াক করা,
(৫) দাঁড়ি লম্বা রাখা,
(৬) সুন্নত তরিকায় লম্বা জামা পরিধান করা,
(৭) হাত পায়ে নক কাটা,
(৮) নাভির নিচে ও বগলের লোম ৪০ দিনের আগে পরিস্কার করা,
(৯) ঢিলা ব্যবহার করা,
(১০) কুলুখ ব্যবহার করা।