সাধারণত ঘন ঘন সেভ করলে দাড়ি উঠবে ,এই ধারনা ঠিক নয়।দাড়ি বা মোচ/মুচ উঠা এগুলো সবই নির্ভর করে জাতি বা বংশগতির ধারার উপর নির্ভর করে আবার খাবারের মাধ্যমে দাড়ি /মোচ এদের স্নায়ু এবং ত্বক শক্তিশালী এবং মজবুত করা যায় ।তবে বিজ্ঞানীরা মনে করেন হরমোনের কারনে এমনটি হয়ে থাকে।তাই চাইলে আপনি ভালো এবং পুষ্টিকর খাবার খেয়ে দেখতে পারেন।
ধন্যবাদ