302 বার প্রদর্শিত
"সাধারণ" বিভাগে করেছেন Level 7

1 উত্তর

0 টি ভোট
করেছেন Level 7
বিভিন্ন কারণে ত্বকে কালো দাগ হতে পারে। ত্বকের এই কালো দাগ দূর করার আছে কিছু ঘরোয়া উপায়। কেমিক্যালযুক্ত প্রসাধনীর বদলে বেছে নিতে পারেন এই ঘরোয়া উপায়।

   
চলুন, জেনে নিই-

কেবল ব্রণ কমাতেই নয়, ত্বকের কালো দাগ দূর করতেও অ্যালোভেরা জুড়ি মেলা ভার। প্রথমে অ্যালোভেরা জেল বের করে নিন, তারপর আক্রান্ত স্থানে মাখুন আলতো হাতে। এমন ভাবে ম্যাসাজ করুন যেন অ্যালোভেরা জেল ত্বক একদম শুষে নেয়। কয়েক ঘণ্টা কমপক্ষে ত্বকে রাখুন। তারপর পানি দিয়ে ধুয়ে ফেলুন।

লেবু ত্বকের কালো দাগ দূর করতে অত্যন্ত কার্যকরী একটি উপাদান। তুলোর সঙ্গে লেবুর রস মাখিয়ে নিন, তারপর কালো দাগের উপর ৫ মিনিট ধরে ঘষুন। তারপর ঠাণ্ডা পানি দিয়ে মুখটা ধুয়ে নিন। এছাড়া লেমন মাস্কও ব্যবহার করতে পারেন । এই মাস্ক সপ্তাহে ৩ থেকে ৪ বার ব্যবহারে উপকার পাবেন। তবে মুখে বা শরীরের অন্য কোথাও লেবু মাখার পর সরাসরি সূর্যের আলোতে বেরানো যাবে না।পাকা পেঁপে হল কালো দাগ দূর করার আরেকটি হাতিয়ার। সম্পূর্ণ পাকা এক টুকরো পেঁপে নিন, তারপর কালচে জায়গায় ভালো করে ঘষুন। আধা ঘণ্টা রাখুন, তারপর পানি দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে ৩ থেকে ৪ বার এই মাস্ক ব্যবহার করুন। পেঁপেতে থাকা প্যাপিন মরা কোষ দূর করে ত্বকের রং উজ্জ্বল করে তোলে।

পাকা কলা ও লেবু মিশিয়ে (একটা কলা ও একটা লেবু অনুপাতে) মসৃণ পেস্ট তৈরি করুন। এই পেস্ট মুখে, গলায়, হাতে, পায়ে যে কোন জায়গায় ব্যবহার করতে পারে। ১৫ মিনিট রাখার পর ধুয়ে ফেলুন। রোজ এই মাস্ক লাগালে দারুণ ফল পাবেন।

বয়স জনিত কালো দাগ দূর করতে পেয়াঁজ দারুণ কার্যকরী। এক টুকরো পেয়াঁজ নিয়ে কালচে স্থানে ৫ মিনিট ধরে ঘষুন। তারপর পানি দিয়ে ধুয়ে ফেলুন। ভালো ফল পেতে রোজ ব্যবহার করুন।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

2 টি উত্তর
27 জুলাই 2018 "যৌন" বিভাগে জিজ্ঞাসা করেছেন builderbd Level 6
1 উত্তর
01 মার্চ 2018 "রূপচর্চা" বিভাগে জিজ্ঞাসা করেছেন zarjijul Level 2
1 উত্তর
01 নভেম্বর 2019 "স্বাস্থ্য ও চিকিৎসা" বিভাগে জিজ্ঞাসা করেছেন GrManik Level 5
1 উত্তর
01 মার্চ 2018 "যৌন" বিভাগে জিজ্ঞাসা করেছেন zarjijul Level 2
1 উত্তর
18 এপ্রিল 2020 "রূপচর্চা" বিভাগে জিজ্ঞাসা করেছেন তুহিন Level 7
নির্বিক এমন একটি ওয়েবসাইট যেখানে আপনি আপনার প্রশ্ন করে উত্তর জেনে নিতে পারবেন এবং পাশাপাশি অন্য কারো প্রশ্নের উত্তর জানা থাকলে তাদের উত্তর দিয়ে সহযোগিতা করতে পারবেন।
...