উইকিপিডিয়াতে আমার পদার্পণ হয়েছে মাত্র ২ বছর ধরে। তবে আমি এই সময়ের মধ্যে যতটুকু উইকিপিডিয়া এবং উইকিমিডিয়া সম্পর্কে জানি সেটা বলার চেষ্টা করছি।
উইকিপিডিয়া শুধু একাই উইকিমিডিয়ার মালিক প্রতিষ্ঠান নয়। উইকিপিডিয়ার কয়েকটি প্রকল্প আছে - যেমন ধরুন, উইকিডাটা বা উইকিউপাত্ত, উইকি কমান্স,উইকি বই,উইকি বিশ্ববিদ্যালয় ইত্যাদি। উইকিমিডিয়া এগুলোর ও একটি মালিক প্রতিষ্ঠান। উইকিমিডিয়া বাংলা ভাষার অধ্যায়ে বর্তমানে পাওয়া যায়। বাংলা ভাষায় বর্তমান কোষাধ্যক্ষ হলেন তানভীর মোর্শেদ। সাধারণ সম্পাদক নাহিদ সুলতান।
উইকিমিডিয়া ফাউন্ডেশন এমন এক প্রতিষ্ঠান যেখানে সমগ্র উইকি প্রকল্প জুড়ে কাজ করে।